“ভোটের জন্য মানুষকে নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে”।
সংবাদ অনুক্ষণ অনলাইন ডেস্ক : মুর্শিদাবাদে হবে রাম মন্দির । দাবি করলেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি শাখারভ সরকার। বুধবার সাংবাদিক সম্মেলন করে তিনি দাবি করেছেন, বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই তৈরি হবে রাম মন্দির। তাঁর দাবী- ইতিমধ্যেই নাকি তৈরি হয়েছে চ্যারিটেবল ট্রাস্ট। চারটি জমিও বাছাই হয়েছে। বিজেপি নেতার, জেলার পর্যটনের কথা ভেবেই রাম মন্দির তৈরী করা হবে।
কবে থেকে শুরু হবে রাম মন্দির নির্মাণ কাজ? বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি শাখারভ সরকারের দাবি, “২০২৫ সালের ৬ ডিসেম্বর অথবা ২০২৬ সালের ২২ জানুয়ারি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সেই অনুষ্ঠানে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী থাকবেন”।
যদিও বিজেপির মন্দির ভাবনাকে রাজনীতি হিসেবেই দেখছে তৃণমূল। তৃণমূল নেতা অশোক দাস বলেন, “ওরা মনে করছে বিজেপি পার্টি রামের ঠিকা নিয়েছে। আমরাও হিন্দু। আমরা অসাম্প্রদায়িক হিন্দু”। কংগ্রেস নেতা জয়ন্ত দাসের দাবি, “ ভোটের জন্য মানুষকে নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে”।