শতাধিক ফটোগ্রাফি নিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। আন্তর্জাতিক ফটোগ্রাফি উৎসব চলবে আগামী পাঁচ দিনব্যাপী।
সংবাদ অনুক্ষণ অনলাইন : বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাবের পরিচালনায় ২৫শে ডিসেম্বর বুধবার থেকে পাঁচদিনব্যাপী সুরেশ রঞ্জন পার্কে ৮ম – “ইমাজিনিয়া” বালুরঘাট আন্তর্জাতিক ফটোগ্রাফি উৎসব ২০২৪ – ২৫ শুরু হলো। এই আন্তর্জাতিক ফটোগ্রাফি উৎসব ২৯শে ডিসেম্বর রবিবার পর্যন্ত অনুষ্ঠিত হবে। ফটোগ্রাফি উৎসবে ছোট ছোট বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতার ছবির পাশাপাশি ১১০ টি ফটোগ্রাফ, ২১টি পেইন্টিং এবং ১০০টি মোবাইল ফটোগ্রাফ আছে। এই ফটোগ্রাফি উৎসবে দক্ষিণ দিনাজপুর জেলার ফটোগ্রাফারদের ছবির পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার এবং জেলার বাইরে ভারতের বিভিন্ন রাজ্যের ফটোগ্রাফারদের ছবি ছাড়াও বাংলাদেশ, ইতালি ও আমেরিকা সহ বিভিন্ন দেশের ফটোগ্রাফারদের ছবি আছে। ফটোগ্রাফি উৎসবের শেষ দিন বালুরঘাটে স্থানীয় ব্যান্ডের দ্বারা সংগীতানুষ্ঠান হবে।