রেশন ডিলারের বিরুদ্ধে গ্রামবাসিদের অভিযোগ প্রতি কার্ড পিছু এক কেজি করে রেশনের মাল কম দেওয়া হয় বলে বিক্ষোভ।
সংবাদ অনুক্ষণ অনলাইন : রেশনে স্বচ্ছতা আনতে দুয়ারে সরকার ও ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা হলেও এখনো অভিযোগ উড়ছে মাল কম দেওয়ার, ঠিক তেমনি একই অভিযোগ উঠেছে মুর্শিদাবাদ জেলার ডোমকলের ধুলাউড়ি গ্রামে। রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ কার্ড পিছু এককোজি করে মাল কম দেওয়ার অভিযোগ। গ্রামবাসীরা বলেন “এই অভিযোগ দীর্ঘদিনের”। বিক্ষোভকারীদের মধ্যে একজন জানান “যারা গ্রামের প্রভাবশালী এবং পরিচিত তাদেরকে সঠিক মাল দেওয়া হয় আর বাকি দেরকে কার্ড পিছু এক কেজি করে মাল কম দেওয়া হয়”।এখন পর্যন্ত রেশন ডিলারের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।