ডোমকল বাজার ব্যবসায়ী সমিতি হলে সাহিত্য বিষয়ক দ্য ডোমকল কলিং পত্রিকার উদ্যোগে আয়োজিত হল সম্প্রীতির শিল্পকলা ভালোবাসার জীবন শীর্ষক আলোচনা। রাজ্য তথা মুর্শিদাবাদের অন্যান্য মহকুমা গুলির তুলনায় এখন ডোমকলেও সাংস্কৃতি চর্চায় পিছিয়ে নেই । এখন আড়ম্বর পূর্ণ ভাবেই বিভিন্ন কবি-সাহিত্যিক দের মিলে নানান অনুষ্ঠান এখন ডোমকলে মাঝে মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে।
নিজস্ব সংবাদদাতা, ডোমকল: মুর্শিদাবাদ জেলার ডোমকলে আজ শনিবার ডোমকল বাজার ব্যবসায়ী সমিতি হলে দ্য ডোমকল কলিং পত্রিকার উদ্যোগে আয়োজিত হল সম্প্রীতির শিল্পকলা ভালোবাসার জীবন শীর্ষক আলোচনা। স্বাগত ভাষণ রাখেন দ্য ডোমকল কলিং পত্রিকার সম্পাদক এম এ ওহাব এবং শুরুতেই সম্প্রীতির কথা বলেন। সম্প্রীতির শিল্পকলা ভালোবাসার জীবন শীর্ষক আলোচনা করেন প্ৰখ্যাত অঙ্কন শিল্পী ও লেখক কৃষ্ণজিৎ সেনগুপ্ত। তিনি সংগীত, শিল্প, সাহিত্যের নানা সম্প্রীতির কথা ইতিহাস থেকে উদাহরণ,চিত্রসহ তুলে ধরেন। বিসমিল্লাহ খানের রামধনুর গান, গিরিশচন্দ্র সেনের অনূদিত কোরান, নজরুলের গানের অসংখ্য হিন্দু গায়ক, অনিল কুমার চৌহানের আরবি অক্ষরের ক্যালিগ্রাফি, মতিবর রহমানের শিল্প, মুসলিম শূন্য বিহারের গ্রামের মসজিদে হিন্দুদের আজানের ব্যবস্থা, মন্দিরের জন্য সম্রাট ওরঙ্গজেবের জমি দান ও তাঁর হিন্দু ভক্তি কবিতা রচনা প্রভৃতি উল্লেখ করে মনোমুগ্ধকর আলোচনা করে শ্রোতাদের মুগ্ধ করেন তিনি। শিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্তকে দ্য ডোমকল কলিং পত্রিকার পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন পত্রিকার সহযোগী সম্পাদক মোঃ জিয়ারুল হক। প্রাককথন পরিবেশন করেন প্রাবন্ধিক চন্দ্রপ্রকাশ সরকার। সম্প্রীতির নানা দিক নিয়ে আলোচনা করেন তিনি । কৃষ্ণজিৎ সেনগুপ্তের আলোচনার অসাধারণ মূল্যায়ন করেন সাহিত্যিক অভিজিৎ চৌধুরী। সম্প্রীতির কবিতা পাঠ করেন এম নাজিম, এস হজরত আলি, সোহরাব হোসেন, অমল কুমার সাহা ও জুলফিকার আলি সেখ। এছাড়াও অনুষ্ঠানে ২৮ জন অঙ্কন শিল্পীর সম্প্রীতির ছবি প্রদর্শিত হয়। তাঁদের মধ্যে অরিজিৎ শীল, অন্তু পাল, সিরিনা পারভিন আনসারী, অমিত কর্মকার, স্বস্তিকা সাহা, আয়েশা প্রমুখের ছবি উল্লেখযোগ্য।এই ধরনের আয়োজনকে ডোমকলের মানুষ সাধুবাদ জানান।