সংবাদ অনুক্ষণ অনলাইন সংবাদদাতা ১৮ জানুয়ারি ২০২৪ : মাধ্যমিক পরীক্ষার আর ১৪ দিন বাকি৷ আগামী ২রা ফেব্রুয়ারি ২০২৪ শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা৷ কিন্তু, এর মাঝেই বড় সিদ্ধান্ত ঘোষণা করল পর্ষদ এবং সংসদ৷ জানা গিয়েছে, পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
সূত্রের খবর, নবান্নে রাজ্য প্রশাসন এবং পর্ষদ-সংসদের বৈঠকের পরে, সময় বদলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মাধ্যমিক পরীক্ষার সময় ২ ঘণ্টা এগিয়ে আনা হচ্ছে। সকাল ১১টা ৪৫ মিনিটের বদলে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৯টা ৪৫ মিনিটে। চলবে দুপুর ১টা পর্যন্ত। এই সময় বদলের প্রকৃত কারণ পর্ষদ কিংবা সংসদের তরফে এখনও জানানো হয়নি। সূত্রের খবর, বৃহস্পতিবার নবান্নে রাজ্য প্রশাসনের সঙ্গে পর্যদ এবং সংসদের কর্তাদের বৈঠক হয়। বৈঠকের পরেই এই সময় বদলের খবর প্রকাশ্যে আসে।