সংবাদ অনুক্ষণ ডেস্ক: কোন পিছিয়ে পড়া জেলা যেখানে কেন্দ্র সরকার, রাজ্য সরকারের উচ্চ পদাধিকার সম্পন্ন আধিকারিকদের বাস থাকা সত্ত্বেও এখনো দিনের পর দিন মুর্শিদাবাদের প্রতিটি দোকানে কোলড্রিংসের গায়ে যে প্রিন্ট দেওয়া দাম (MRP) থেকে তার থেকে অতিরিক্ত পাঁচ থেকে সাত টাকা বেশি দাম নিয়ে থাকে । একি অরাজকতা! এত দিনকে রাত্রি বলার মতন অবস্থা । আর এই দাম বেশি নেবার পিছনে অসাধু ব্যবসায়িকগনরা যুক্তি দেখান ফ্রিজ চার্জ হিসেবে আমাদেরকে ওই অতিরিক্ত টাকাটা নিতে হয়। মুর্শিদাবাদ বাসি সেহের আলী জানান বেশ কয়েকদিন আগে নবাবের জেলা মুর্শিদাবাদ ঘুরতে এসেছিলেন দক্ষিণ কলকাতা থেকে একটি সম্ভ্রান্ত পরিবার। বহরমপুর বাস স্ট্যান্ডের কাছে একটি দোকানে কোলড্রিংস কেনা কে কেন্দ্র করে রীতিমতো এই দাম নিয়ে বেশ কথা কাটাকাটি হয়। এইরকম ঘটনা প্রায় প্রতিনিয়তই হয়ে থাকে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে যদিও আমাদের খুব খারাপ লাগে মনে হয় যেন আমরা একটা মূর্খের স্বর্গে বাস করছি এখনো।