সংবাদ অনুক্ষণ সংবাদদাতা, বহরমপুর : রাজনৈতিক উত্তাপ থাকলেও গায়ের কালো হুডি বুঝিয়ে দিল তিনি এখনও বহরমপুরের রাজনৈতিক উত্তাপ টের পাননি। তবে লড়াই যে কঠিন সে কথা স্বীকার করেছেন। পাঁচ বারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর সঙ্গে ‘ভাই’ ইউসুফ পাঠানের নির্বাচনী লড়াই কতটা কঠিন, তা বোঝাতে ক্রিকেটের প্রসঙ্গ টানলেন ‘ইরফান পাঠান ’। চোট নিয়ে কঠিন পরিস্থিতিতেও ক্রিকেট মাঠে লড়াই করে দুই ভাইয়ের জিতে আসার কথা উঠে এল ইরফানের কথায়। দুপুরে রোড-শো শুরুর আগেই ইরফানকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। তবে এই সমস্ত কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস।
রেজিনগর, বেলডাঙা-সহ বহরমপুর লোকসভার বিভিন্ন এলাকায় রোড-শো করবেন তিনি। সঙ্গে থাকবেন দাদা ইউসুফও। আগামী ১৩ মে ভোটগ্রহণ বহরমপুরে।
‘ভাই’য়ের জয় প্রসঙ্গে কতটা আত্মবিশ্বাসী জানতে চাওয়ায় বহরমপুর হোটেলে পৌঁছে ইরফান বলেন, “আমার ভাই অত্যন্ত সৎ। আপনারা সবাই জানেন ইউসুফ কতটা পরিশ্রমী। যে ভাবে ওর প্রচারে মানুষের সাড়া দেখলাম, তাতে আমার দৃঢ় বিশ্বাস ইউসুফ জিতবে। আমার এ-ও বিশ্বাস যে, ও খুব ভাল কাজ করবে। তার সঙ্গে তিনি বলেন, “আমরা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি। আমরা দেশের জন্য খেলেছি। চোট নিয়ে খেলে বিশ্বকাপ জিতেছে ‘ভাই’। তাই প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই জানি। কষ্টের মধ্যেও লড়াইয়ের অভিজ্ঞতা আছে ওর।”