সংবাদ অনুক্ষণ ডেস্ক: কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টি (আপ)-র সমঝোতা কোনও স্থায়ী বিষয় নয় বলে জানিয়ে দিলেন অরবিন্দ কেজরীওয়াল। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান বলেন, ‘‘আমাদের প্রাথমিক লক্ষ্য এ বারের লোকসভা ভোটে বিজেপিকে হারানো। বিজেপির স্বৈরাচারী, জুলুমবাজির শাসনের অবসান ঘটানো। তাই আমরা কংগ্রেসের সঙ্গে সমঝোতা করেছি।’’
লোকসভা ভোটের পরে দু’দলের সম্পর্ক নতুন মোড় নিতে পারে বলে এর পরে ইঙ্গিত দিয়েছেন কেজরী। তাঁর মন্তব্য, ‘‘আমরা কংগ্রেসের সঙ্গে চিরস্থায়ী গাঁটছড়া বাঁধিনি।’’ তবে লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ জয়ী হবে দাবি করে ইন্ডিয়া টুডে-কে দেওয়া ওই সাক্ষাৎকারে কেজরী বলেন, ‘‘আগামী ৪ জুন বড় চমক অপেক্ষা করছে।’’ লোকসভা ভোটে বিজেপির পরাজয়ের দাবি করলেও বিরোধী জোটের সরকারের ‘মুখ’ সম্পর্কে কোনও মন্তব্য করেননি আপ প্রধান।