সংবাদ অনুক্ষণ ডেস্ক: খুশির ঈদে ঘরে ফিরছেন ভিন রাজ্যে কাজ করতে যাওয়া মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। প্রায় রমজান মাস ধরেই তাঁরা ঘরে ফিরছেন। জেলা শ্রম দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মধ্যে সব থেকে বেশি ভিন্ দেশে কাজে পাড়ি দেন মুর্শিদাবাদ জেলার মানুষ। এই জেলা থেকে শ্রমিকের কাজে কয়েক লক্ষ মানুষ ভিন্ রাজ্যে, ভিন্ দেশে কাজে যান। শ্রম দফতরের তথ্য অনুযায়ী মুর্শিদাবাদ জেলায় নথিভুক্ত শ্রমিকের শ্রমিকের সংখ্যা হল প্রায় ৪ লক্ষ।
next post