সংবাদ অনুক্ষণ অনলাইন ডেস্ক : প্রায় অধিকাংশ বুথফেরত সমীক্ষা ইঙ্গিত দিয়েছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ তৃতীয় বারের জন্য সরকার গড়ছে। কিন্ত এই সমীক্ষার পরিসংখ্যান কে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেসনেত্রী তথা রাজ্যসভার সাংসদ সনিয়া গান্ধী। সোমবার তিনি স্পষ্ট জানান, বুথফেরত সমীক্ষার সম্পূর্ণ বিপরীত ফলাফল হবে।
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধিকে তাঁর শততম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনিয়া। সেই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসনেত্রী বলেন, ‘‘অপেক্ষা করুন আর দেখুন। আমরা খুব আশাবাদী যে, বুথফেরত সমীক্ষায় যা দেখিয়েছে, আমাদের চূড়ান্ত ফলাফল তার সম্পূর্ণ বিপরীত হবে।’’
শুধু সনিয়া নন, বুথফেরত সমীক্ষা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন জোট ‘ইন্ডিয়া’র একাধিক নেতা।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুথফেরত সমীক্ষাকে ‘মোদী মিডিয়া পোল’ বলে কটাক্ষ করেছেন। তার সঙ্গে দলীয় কর্মী-সমর্থকরা যেন ‘ভেঙে’ না পড়ে সে পরামর্শ দেওয়া হয়েছে।
previous post