সংবাদ অনুক্ষণ অনলাইন: ডোমকল জনকলের ময়দানে শনিবার বিকেল তিন টের সময় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বাম ও কংগ্রেস জোট প্রার্থী মাহমুদ সেলিমের সমর্থনে জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আর সেখানে বক্তব্য রাখতে উঠেই তিনি বক্তব্যের শুরুতেই এই বলে বক্তব্য রাখলেন ‘সেলিম ভাইয়ের জেতা কনফার্ম এখন এই নিয়ে আলোচনা হচ্ছে কত ভোটে জিতবে সেটা এক লক্ষ না দেড় লক্ষ।’ এছাড়াও তিনি বললেন আমি সেলিম ভাই কে বলেছিলাম আপনি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে থেকে নির্বাচন অংশগ্রহণ করুন কারণ মুর্শিদাবাদের মানুষ জানে মেহমানের মেহেমানী করতে। তার সঙ্গে তিনি তৃণমূলের দুর্নীতি প্রসঙ্গেও বলেন রাজ্যজুড়ে শুধু লুট চলছে। এবং মা-বোনেদের সামনে প্রশ্ন ছুড়ে দেন আজ কেন মুর্শিদাবাদের মানুষ ভিন রাজ্যে গিয়ে শ্রমিক খাটবে।
অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জোট পার্থী মহাম্মদ সেলিমও বক্তব্যের শুরুতেই তিনি বলেন আগামী ৭ তারিখ আমাদের লড়াই শেষ হয়ে যাচ্ছে না আগামী ১৩ তারিখ বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন সেখানো আমাদেরকে সমানভাবে লড়ে যেতে হবে।
যদিও তৃণমূল সবটাকেই গুরুত্ব দিতে নারাজ কারণ তারা দাবি করছেন এই নির্বাচনী প্রক্রিয়া শুরুর অনেক আগে থেকেই আমরা মানুষের সঙ্গে সব সময় থাকি অতএব আমাদের এই জোট কোন প্রভাব ফেলবে না জয়ের পথে।
এখন লক্ষ্য করার বিষয় যেটা বাম কংগ্রেস জোট কতটা স্মুথলি কংগ্রেসের সমর্থিত মানুষ এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কাস্তে হাতুড়ি তাড়াতে কতটা ভোট দেয়।