সংবাদ অনুক্ষণ অনলাইন সংবাদদাতা : মঙ্গলবার মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা আসনের প্রার্থীর নামও ঘোষণা করলেন বিজেপি। ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন তৃণমূল নেতা ইদ্রিশ আলি। সম্প্রতি ইদ্রিশের মৃত্যু হয়েছে। ফলে ভগবানগোলা এখন বিধায়কশূন্য। এই আসনে বিজেপি প্রার্থী হিসাবে মনোনীত করেছে ভাস্কর সরকারকে।
আর অন্য দিকে, বরাহনগরের তিন বারের জয়ী বিধায়ক তাপসের জায়গায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করলেন সজল ঘোষকে। তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তাপস বিজেপির উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী। সূত্রের খবর, ওই এক কেন্দ্রের দাবিদার ছিলেন সজলও। রাজনৈতিক মহলের একাংশের মত, তাপসকে সেই কেন্দ্র দিয়ে দেওয়ায় সজলকে পাল্টা পুরস্কার হিসাবেই দেওয়া হল তাপসের ছেড়ে যাওয়া বরাহনগর থেকে লড়াই করার সুযোগ। যাতে তাপস তাঁকে সাহায্য করতে পারেন। আবার উত্তর কলকাতায় জনপ্রিয় সজলও তাপসকে সাহায্য করতে পিছপা না হন।
পশ্চিমবঙ্গে লোকসভা ভোট চলাকালীনই হবে এই দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এর মধ্যে ভগবানগোলায় উপনির্বাচন হবে তৃতীয় দফায় অর্থাৎ ৭ মে। বরাহনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে সপ্তম দফায় অর্থাৎ ১ জুন।