26.1 C
Murshidābād
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
খেলা

শ্রেয়স খেলতে না পারলে চার নম্বরে কাকে দেখছেন সৌরভ বিশ্বকাপে

বিশ্বকাপে ভারতীয় দলে চার নম্বরে শ্রেয়স আয়ার খেলতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয়। শ্রেয়স না খেললে চার নম্বরে কাকে দেখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
 
 ভারতীয় দলের সমস্যা দীর্ঘ দিন ধরে চার নম্বর ব্যাটারের।  যাঁর উপর ভারত ভরসা রেখেছিল সেই শ্রেয়স আয়ার এখনও চোট সারিয়ে দলে ফেরেননি। এই পরিস্থিতিতে ভারতের ব্যাটিং তালিকায় চার নম্বরে কাকে দেখছেন তা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
 
ভারতের প্রাক্তন অধিনায়কের মতে, রোহিত শর্মাদের বেশি চিন্তা করার বা ভয় পাওয়ার দরকার নেই। কারণ, চার নম্বরে খেলার মতো অনেক ব্যাটার রয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৌরভ বলেন, ‘‘কে বলল আমাদের দলে চার নম্বর ব্যাটার নেই? ওখানে খেলার মতো অনেক ব্যাটার রয়েছে। এখন ভারতে অনেক ব্যাটার। তার মধ্যে তিলক বর্মা অন্যতম। কারণ ও বাঁ হাতি। ভারতীয় দলে বাঁ হাতি কম। তাই শ্রেয়স খেলতে না পারলে তিলককে চার নম্বরে খেলানো যেতে পারে”।
 
সৌরভের মতে বিশ্বকাপে ভারতের উচিত তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল গঠন করা। তিনি বলেন, ‘‘ভারতের উচিত অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণদেরও সুযোগ দেওয়া। যশস্বী জয়সওয়াল, ঈশান কিশনের মতো ভাল ব্যাটার রয়েছে। তাদেরও দলে নেওয়া উচিত। রাহুল দ্রাবিড় ও নির্বাচকদের সামনে অনেক বিকল্প রয়েছে। সব দিক ভেবে দল তৈরি করা উচিত”।

Related posts

অপেক্ষার অবসান বিশ্বকাপের সেমিফাইনাল-সহ ইডেন গার্ডেন্সের পাঁচ ম্যাচের টিকিটের দাম ঘোষণা করে দিল সিএবি (CAB)।

Admin@sangba

গম্ভীরের জায়গায় কে, কেকেআরের নতুন মেন্টর?

admin

দু’গোলে এগিয়েও ড্র, আইএসএলে প্রথম ম্যাচ জেতা হল না মোহনবাগানের

admin

Leave a Comment

হোম
ট্রেন্ডিং
ভিডিও
ই-পেপার
বই ও পণ্য